27848

07/06/2025 কুরুচিপূর্ণ-অশ্লীল আচরণে অভিযুক্ত ইবি শিক্ষক সাময়িক বরখাস্ত

কুরুচিপূর্ণ-অশ্লীল আচরণে অভিযুক্ত ইবি শিক্ষক সাময়িক বরখাস্ত

ইবি প্রতিনিধি:

৫ জুলাই ২০২৫ ১৯:৩৪

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আজিজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ‍্য, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আজিজুল ইসলামের বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থীদের যৌন হয়রানি, অনাকাঙ্খিত ও অশ্লীল আচরণ, ক্লাস রুমে পোষাক ও শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ অশ্লীল মন্তব্য, হোয়াটসঅ্যাপ/ম্যাসেঞ্জার/ইমোর মাধ্যমে ভিডিও কলে নানাবিধ আপত্তিকর কথা বার্তা ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ জানিয়ে আবেদন করেছে।

এছাড়াও প্রতিষ্ঠানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে বিধায় আদিষ্ট হয়ে তাঁকে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক পদের চাকুরি থেকে ৫ জুলাই তারিখ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বরখাস্ত থাকাকালীন সময়ে তিনি বিধি মোতাবেক জীবন ধারণ ভাতা পাবেন

এছাড়া চার সদস্য বিশিষ্ট এই কমিটিতে আল-ফিকহ এন্ড 'ল' বিভাগ অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন কে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোঃ ফকরুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার, আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার।উক্ত কমিটিকে উপাচার্যের নিকট বিশ কার্যদিবসের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য বলা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]