27879

07/09/2025 বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

রাজ টাইমস ডেস্ক

৮ জুলাই ২০২৫ ১৩:৪৯

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদুত ইয়াও ওয়েন বৈঠক করেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশটিতে সফর করেন। সফর শেষে দেশে ফেরার পর এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফরের নেতৃত্ব দিয়েছিলেন।

রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]