27887

07/09/2025 ৩১ দফা বাস্তবায়নে নওগাঁ ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী তুহিনের গণসংযোগ

৩১ দফা বাস্তবায়নে নওগাঁ ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী তুহিনের গণসংযোগ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

৮ জুলাই ২০২৫ ১৯:২১

ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশের রুপকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন নওগাঁ ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন।

সেই ধারাবাহিকতায় গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মতবিনিময়, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। জেলার সদর উপজেলার লখাইজানি বাজার হতে শুরু করে রেন্টিতলা বাজার এবং সন্ধ্যা ৭টায় মাতাসাগর বাজারে এসে শেষ হয়। এসময় সাধারণ মানুষের সাথে মতবিনিময়, তাদের আশা-আকাঙ্ক্ষার কথা এবং বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এসময় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি।

এসময় বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যোগ্য উওরসুরী, আপোষহীন, গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশের রূপকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে জনগণের ব্যাপক সাড়া ও অংশগ্রহণ এই কার্যক্রমকে প্রাণবন্ত করে তুলতে কাজ করে যাচ্ছি। এই কর্মসূচি ছিল মানবিক, গণতান্ত্রিক ও গণঅধিকারভিত্তিক রাজনীতির পথে আরও এক দৃঢ় পদক্ষেপ।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাসাস এর সাধারন সম্পাদক এস কে এম ইকবাল, জেলা যুবদলের সদস্য আশিক, সদর থানা কৃষক দলের সভাপতি নমিনুল হক ছানা সহ আরও অনেকে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]