07/12/2025 ধামইরহাটে ২০ বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
১১ জুলাই ২০২৫ ১৮:৪৪
দীর্ঘ ২০ বছর পরে উৎসবমূখর পরিবেশে নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষ্যে ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টায় প্রার্থীরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময় সভাপতি পদে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. রুহুল আমিন মনোনয়ন ফরম উত্তোলন করেন।
এছাড়াও সাধারণ সম্পাদক পদে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখরাজুল ইসলাম চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. হানজালা ও কারিমুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম কবির মিল্টন ও জাহানপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. তরিকুল ইসলাম রাঙ্গা, মোঃ জাফর, মো. মোস্তাফিজুর রহমান মনোনয়ন ফরম উত্তোলন করেন।
আগামি ১৯ জুলাই শনিবার উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১২ জুলাই। আগামি ১৩ জুলাই মনোনয়ন যাচাই বাছাই শেষে বিকালে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হবে।
শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. এমদাদুল হক মুকুল। আসন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধামইরহাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নওগাঁ জেলা বিএনপি ও ধামইরহাট উপজেলা বিএনপির সদস্যদের সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ঠ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।