27917

07/12/2025 নওগাঁর তিন প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কেউ

নওগাঁর তিন প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কেউ

রাজ টাইমস ডেস্ক

১১ জুলাই ২০২৫ ১৮:৪৮

এবারের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষয় নওগাঁর মহাদেবপুর উপজেলার দুইটি ও আত্রাই উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোনো পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) সারাদেশে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে। এতে বন্ধ হতে পারে এই প্রতিষ্ঠানগুলোর এমপিও।

নওগাঁ জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জেলার ১১ টি উপজেলা থেকে মোট ৫ হাজার ৪৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করে মোট ৩ হাজার ৭৫১ জন আর ফেল করেছে ১ হাজার ৬৭৯ জন পরীক্ষার্থী।

এরমধ্যে মহাদেবপুর উপজেলার সোনাকুড়ি মালাহার ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৭ জন পরীক্ষার্থী সবাই ফেল করে, একই উপজেলার সফাপুর আলিম মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেয় ১৬ জন পরীক্ষার্থী তাদের মধ্যে কেউ পাশ করেনি।

এছাড়াও জেলার আত্রাই উপজেলার ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসা (নন এমপিওভুক্ত) থেকে পরীক্ষায় অংশ নেন ২ জন পরীক্ষার্থী। তারা দুইজনই ফেল করেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]