27933

08/31/2025 শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াই আজ

শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াই আজ

রাজ টাইমস ডেস্ক

১৩ জুলাই ২০২৫ ১০:০৪

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ রবিবার।

ডাম্বুলায় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। তিন ম্যাচ সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে, ১-০’তে এগিয়ে লঙ্কানরা।

এদিকে, জয় পেলেই তিন ফরম্যাটেই সিরিজ জয় নিশ্চিত হবে শ্রীলঙ্কার। পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ঝড় তুলতে ব্যর্থ টাইগাররা ৫ উইকেটে ১৫৪ রানের সাদামাটা ইনিংস গড়ে। ব্যাটিং এখন দলের সবচেয়ে বড় সমস্যা।

প্রথম টি-টোয়েন্টিতে পারভেজ ইমন ও তানজিদ হাসান তামিম ৫ ওভারে ৪৬ রান তুলে ভালো শুরু করলেও, পরবর্তীতে সেই মোমেন্টাম ধরে রাখতে পারেনি। ১৫৫ রানের টার্গেট শ্রীলঙ্কার জন্য কঠিন কোন বিষয় ছিলো না, যা অনায়াসেই টপকে গেছে স্বাগতিক দল। বোলিংয়েও অসাধারণ কোন পারফরম্যান্স তুলে ধরতে পারছে না কেউ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]