2799

03/14/2025 ভারতে বিধ্বস্ত হল যুদ্ধবিমান

ভারতে বিধ্বস্ত হল যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

৬ জানুয়ারী ২০২১ ২১:৪১

ভারতে বিধ্বস্ত হল এক যুদ্ধবিমান। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দেশটির রাজস্থান রাজ্যে রাত সোয়া ৮টার দিকে বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। রাজ্যের সুরাটগড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

তবে রক্ষা পেয়েছেন বিমানের পাইলট। ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে জানানো হয়, ওয়েস্টার্ন সেক্টরে ট্রেনিং চলাকালীন একটি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান ভেঙে পড়েছে। খবর এনডিটিভির।

তবে দুর্ঘটনার নির্দিষ্ট কারণ এখনো জানা যায় নি। তবে তা নির্দিষ্টভাবে জানতে এরই মধ্যে বিশদ তদন্ত শুরু হয়েছে।

বিমানবাহিনীর টুইট বার্তায় আরো বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় পাইলট অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]