27990

07/18/2025 ধামইরহাটে আইন–শৃঙ্খলা কমিটি কমিটির সভা অনুষ্ঠিত

ধামইরহাটে আইন–শৃঙ্খলা কমিটি কমিটির সভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

১৭ জুলাই ২০২৫ ১৬:২৩

ধামইরহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ জেসমিন আক্তার।

মাসিক আইনশৃঙ্খলা সভায় ধামইরহাট থানার সার্বিক পরিস্থিতি বর্ণনা করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর। আলোচনায় উপজেলার চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও করণীয় নির্ধারণ করা হয়। বিশেষ করে মাদক এবং সীমান্ত সুরক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের,উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, কালুপাড়া বিজিবি কোম্পানি কমান্ডার ও বস্তাবর বিজিবি কোম্পানি কমান্ডার,ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ইসবপুর ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম লাকি,জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, আড়ানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান, ধামইরহাট প্রেসক্লাব সভাপতি আব্দুল রাজ্জাক রাজু, ধামইরহাট উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল মালেক, ধামইরহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিফাতুল হাসান চৌধুরী সৈকত, ধামইরহাট সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মুমিনুল ইসলাম ও যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন আরাফ প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]