28015

12/16/2025 সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত নেতাকর্মীদের ঢল

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত নেতাকর্মীদের ঢল

রাজ টাইমস ডেস্ক

১৯ জুলাই ২০২৫ ১০:০৭

জাতীয় সমাবেশে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত নেতাকর্মীদের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা ফজরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দিচ্ছেন। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীতে প্রায় ভরে গেছে।

আগামী জাতীয় নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করাসহ সাত দফা দাবিতে শনিবার এই সমাবেশের ডাক দিয়েছে জামায়াত ইসলামী। দুপুর দুইটায় সমাবেশের মূল পর্ব শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বিভিন্ন দলের জাতীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।

এর আগে সকাল দশটা থেকে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]