28020

07/20/2025 জামায়াতের সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ২

জামায়াতের সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ২

রাজ টাইমস ডেস্ক

১৯ জুলাই ২০২৫ ১২:০৭

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খুলনা দাকোপ উপজেলার জামায়াতের আমিরসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন আহতের খবর পাওয়া গেছে।

শনিবার (১৯ জুলাই) ভোররাতে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এক্সপ্রেসের শুরুতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবু সাঈদ (৫২) এবং মোহাম্মদ আমানত শেখ (৫৫)।

এদের মধ্যে ঘটনাস্থলেই নিহত হন আবু সাঈদ। তিনি খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির। অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আমানত শেখের মৃত্যু হয়। তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকার ইসমাইল শেখের ছেলে।

এছাড়াও গুরুতর আহতদের মধ্যে, জামায়াত কর্মী আনিসুর রহমান ও ইকবাল হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]