2804

04/05/2025 মামার বাড়ি বেড়াতে এসে অপহরণ!

মামার বাড়ি বেড়াতে এসে অপহরণ!

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া

৬ জানুয়ারী ২০২১ ২২:৪১

রাজশাহীর পুঠিয়া রাজবাড়িতে বেড়াতে এসে মিথিলা খাতুন (১৬) নামের এক দশম শ্রেণির ছাত্রী অপহরণের শিকার হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগির পরিবারের লোকজন থানায় একটি অপহরণের অভিযোগ করেছেন।

মিথিলা খাতুন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের বকুল হোসেনের মেয়ে ও জামনগর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

থানার উপপরিদর্শক ও অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সইবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কিশোরী গত দু’দিন আগে পুঠিয়া বাজার এলাকায় তার মামার বাড়িতে বেড়াতে আসে। সে সুবাদে গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারী) দুপুরে রাজবাড়ি দেখতে যায়। সে সময় একই এলাকার মুন্না নামের এক যুবক দলবল নিয়ে তাকে অপহরণ করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে ওইদিন রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন। আমরা ওই কিশোরীকে উদ্ধারের ব্যাপারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি।

এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]