28046

07/22/2025 জয়ে দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

জয়ে দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

রাজ টাইমস ডেস্ক

২০ জুলাই ২০২৫ ২৩:২০

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ের ধারাবাহিকতা ঘরের মাঠেও ধরে রাখলো বাংলাদেশ। ৪৩৪ দিন মিরপুরে টি-টোয়েন্টি খেলতে নেমে পাকিস্তানকে হারিয়ে সিরিজ শুরু করলো লিটন দাসের দল। ১১১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এর আগে টস জিতে ফিল্ডিং বেছে নেওয়ায় ব্যাটিংয়ে নামে সফরকারী পাকিস্তান। মুস্তাফিজের টাইট বোলিংয়ে ১১০ রানেই অলআউট হয় পাকিস্তান। ৪ ওভার শেষে মাত্র ৬ রান দিয়ে কাটার মাস্টার তুলে নেন ২টি উইকেট। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে কম রান খরুচের রেকর্ড এখন ফিজের।

বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নেমে তানজিদ তামিম ব্যর্থ হলেও ফিফটি তুলে নিয়েছেন পারভেজ হোসেন ইমন। পরে লিটন দাস ব্যর্থ হলেও জুটি বাঁধেন তাওহীদ হৃদয়। ৭৩ রানের এই জুটিতে জয়ের ভিত পায় টাইগাররা।

হৃদয় ৩৬ রানে ফিরে গেলেও থামেননি ইমন। তুলে নেন ফিফটি। চারে নামা জাকের আলীর সাথে অনবদ্য জুটি গড়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ৩৯ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন ইমন, আর জাকেরের ব্যাট থেকে আসে ১৫ রান।

হোম অব ক্রিকেটে প্রথম ম্যাচেই ঝলক লিটন দাসের দলের। টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়ার নয় ম্যাচ পর টস ভাগ্য পক্ষে যায় লিটনের। আগের ৯টি ম্যাচই বিদেশের মাটিতে খেলেছেন তিনি। উইকেটের সুবিধা নিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। দলের সিদ্ধান্তে প্রথম ওভার থেকেই জ্বলে ওঠে টাইগার বোলাররা। চেপে ধরে পাকিস্তানের ব্যাটসম্যানদের।

পাকিস্তানের ১১০ রানের মধ্যে সর্বোচ্চ ৩৪ বলে ৪৪ রান করেন ফখর জামান। আব্বাস আফ্রিদি ২৪ বলে ২২ এবং খুশদিল শাহ ২৩ বলে ১৭ রান করেন। এর আগে সায়েম আইয়ুব ৬, হারিস ৪, সালমান ৩, হাসান নওয়াজ ০ ও মোহাম্মদ নওয়াজ ৩ রানে সাজঘরে ফেরেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৩টি, মুস্তাফিজুর ২টি, তানজিম সাকিব ও শেখ মাহেদী একটি করে উইকেট নেন। ৩টি উইকেট গিয়েছে রান আউটে।

র‌্যাঙ্কিংয়ে দশে থাকা বাংলাদেশ পাকিস্তানকে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই করলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে নয়ে উঠবে বাংলাদেশ। সে ক্ষেত্রে আফগানিস্তান নেমে যাবে দশে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]