28077

12/19/2025 বিমান বিধ্বস্তের ঘটনায় জেলা জামায়াতের দোয়া মাহফিল

বিমান বিধ্বস্তের ঘটনায় জেলা জামায়াতের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই ২০২৫ ১৯:৩৬

বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা।

রাজশাহী জেলা জামায়াতের অফিসে মঙ্গলবার (২২ জুলাই) বিকালে জেলা সেক্রেটারি মোঃ গোলাম মুর্তজার পরিচালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্র ঘোষিত মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনা ও নিহতদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার আমির অধ্যাপক আব্দুল খালেক।

তিনি বলেন, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি, আহতদের দ্রুত সুস্থতার জন্য রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। আল্লাহ যেন আহতদের পরিপূর্ণ সুস্থতা দান করেন। তাদের প্রতি রহম করুন।

দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মোঃ মইনুল হোসেন ও মাওলানা আব্দুল খালেক,সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসান ও অধ্যক্ষ নাজমুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]