2818

04/19/2025 গোদাগাড়ীতে বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

গোদাগাড়ীতে বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

রাজটাইমস ডেস্ক

৭ জানুয়ারী ২০২১ ২৩:৪৬

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক বাইসাইকেল আরোহীর। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার উত্তর বালিয়াঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর চেকতলা গ্রামের তসলিম উদ্দীন ওরফে তাসু (৭০) বলে জানা গেছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারি।

ওসি জানান, সকালে মহাসড়কে একটি যাত্রীবাহী বাস বৃদ্ধ তসলিম উদ্দীনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরো জানিয়েছেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]