28233

08/04/2025 ছাত্র হত্যার বিচারের দাবিতে উত্তাল ইবি

ছাত্র হত্যার বিচারের দাবিতে উত্তাল ইবি

ইবি প্রতিনিধি:

৩ আগস্ট ২০২৫ ২৩:০৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) বাংলাদেশ পুলিশ (সিআইডি) মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারের প্রধান মো: নজরুল ইসলাম ও খুলনা বিভাগীয় পরীক্ষক জনি কুমার ঘোষের স্বাক্ষরিত ভিসেরা রিপোর্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

রিপোর্ট প্রকাশের পর সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের জিয়া মোড় থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নূ্র উদ্দিন, শাখা ছাত্রশিবিরের আন্তর্জাতিক ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না অলি, ছাত্র অধিকার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল রাহাতসহ বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, সাজিদ সাজিদ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেত দিবো না’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘খুন কেন আমার ভাই, খুনিদের রক্ষা নাই’, ‘রশি লাগলে রশি নে, খুনিদের ফাঁসি দে’সহ বিভিন্ন স্লোগান দেয়।

সমাবেশে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেরিন তাসনিম বলেন, আমরা সবাই এখানে সাজিদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে অবস্থান করছি। আমার আর কোনো দিদ্বা নেই , প্রশ্ন নেই আমার ভাই সাজিদ কে হত্যা করা হয়েছে । আমার বন্ধুর মৃত্যু কোন স্বাভাবিক ছিলনা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই প্রশাসন যদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে না পারে তাহলে পঙ্গু প্রশাসন হিসাবে নিজেদের প্রমাণ করবে।

আমরা জুলাই গণঅভ্যুত্থানে একটি পঙ্গু প্রশাসনকে দেখছি যারা ছাত্রদের উপর হামলা, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে চুপ ছিল। এবারো যদি এই প্রশাসন কোন প্রতিবাদ না করে নিজেদের অপারগতা স্বীকার না করে এই হত্যাকাণ্ডের বিচার করতে যদি ব্যর্থ হয় পঙ্গু প্রশাসন হিসাবে নিজেদের প্রমাণ করবে । আমরা চাই হত্যাকারীদের ফাঁসি হোক, সবোর্চ্চ দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এই ক‍্যাম্পাসে যেন আর কোন সাজিদ প্রাণ না হারায় সে বিষয় নিশ্চিত করুক প্রশাসন । প্রশাসন ১০ কার্যদিবস পরও সুষ্ঠু তদন্ত করতে পারে নি তাই আমরা চাই পিবিআই কে তদন্ত হস্তান্তর করা হোক। প্রশাসনের পক্ষ থেকে স্ব-উদ্যোগে মামলা দায়ের করতে হবে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নূ্র উদ্দিন বলেন, সাজিদের হত‍্যার সুষ্ঠু তদন্তের দাবিতে সেই দীর্ঘ ১৭ তারিখ থেকে আমরা রাজপথে আছি। পিবিআই বা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই হত্যাকারী কে গ্রেপ্তার না করা হয় তাহলে ক‍্যাম্পাস কে শাটডাউন ঘোষণা করা হবে। কোন প্রকার ক্লাস পরীক্ষা চলবে না যতক্ষণ না পর্যন্ত আমার ভাই সাজিদের হত্যাকারী কে গ্রেফতার না করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের বারবার আশ্বস্ত করা হচ্ছে তারা তদন্ত করতেছে। যদি আপনারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকারী কে গ্রেফতার করতে না পারেন তাহলে বিশ্ববিদ্যালয়কে শাটডাউন করে দেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]