08/06/2025 পিটার হাস ওয়াশিংটন ডিসিতে, কক্সবাজারের তথ্য গুজব
রাজটাইমস ডেস্ক:
৫ আগস্ট ২০২৫ ১৯:৫০
জাতীয় নাগরিক পার্টি- এনসিপির চার নেতা কক্সবাজারে গিয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সাক্ষাৎ করেছেন, এমন গুঞ্জনে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু জানা গেছে, পিটার হাস, কক্সবাজার নয় তিনি বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন।
মঙ্গলবার (০৫ আগস্ট) রাতে এই তথ্য নিশ্চিত হয়েছে বাংলাদেশের কিছু গণমাধ্যম।
এর আগে সকালে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পিটার হাস। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে বিষয়টিকে গুজব বলে জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী।
পরে এক বার্তায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন দলের নেতাদের কক্সবাজার যাওয়ার কারণ জানিয়ে এক বার্তায় বলেন, জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এনসিপি'র আমন্ত্রণ পেয়েছেন ৩ জন- আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা।
তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ জন সমন্বয়কের মধ্যে দাওয়াত পেয়েছেন হাতেগোনা কয়েকজন। স্থান সংকুলান হবে না দেখে নাকি সবাইকে দাওয়াত দেয়া হয়নি। দাওয়াতপ্রাপ্তদের মধ্যে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ আছেন, কিন্তু অধিকাংশ সমন্বয়কদের বাদ দিয়ে এই অনুষ্ঠানে সমন্বয়ক হিসেবে যোগ দেয়া তারা সমীচীন মনে করেননি।
এনসিপির এই নেতা জানান, এক মাসে দেশের ৮ হাজার কি.মি ঘুরতে গিয়ে শেষের দিকে অনেকেই অসুস্থ হয়ে যান। হাসনাত একটু বেশিই অসুস্থ হয়, যেটা নিয়ে নিউজও হয়েছে। জ্বর, ঠাণ্ডা, কাশিতে ভুগেছে সারজিসও। ৩০ দিনে পুরো দেশে পদযাত্রা ও অগণিত সমাবেশ শেষ করে দুটো দিন এই ওয়েদারে কেউ যদি সমুদ্র পাড়ে ঘুরতে যায়, সেটা কি খুব অস্বাভাবিক? ৫ আগস্টেই, কারণ সরকারি অব্যবস্থাপনার কারণে আজকের রাষ্ট্রীয় আয়োজনে আমন্ত্রণ পাননি কেউ কেউ, যোগদান করা থেকে বিরত থাকছেন বাকিরা।