28283

08/08/2025 চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্তৃক সাংবাদিককে নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্তৃক সাংবাদিককে নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ইবি প্রতিনিধি:

৮ আগস্ট ২০২৫ ১০:০৭

গাজীপুরে চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি ) শিক্ষার্থীরা।

মিছিলটি শুক্রবার ( ৮ আগস্ট ) রাত সাড়ে ১২ টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশ করে । এসময় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল ।

এসময় শিক্ষার্থীরা ‘কন্ঠে আবার লাগা জোর , সন্ত্রাসীদের কবর খোঁড়’ , ‘আমার সোনার বাংলায় , চাঁদাবাজের টাই নাই’ , ‘সাংবাদিক মরলো কেন , ইন্টেরিয়াম জবাব চাই স্লোগান দেয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, ইন্টেরিয়াম কেন সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পারে না, একের পর এক আমাদের ভাই নিহত হচ্ছে ।সন্ত্রাসী ও চাঁদাবাজের কবলে পড়ে আমাদের ভাই প্রাণ হারাচ্ছে । গতকাল বিকেলে গাজীপুরের চন্দ্রনায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন চাঁদাবাজের বিরুদ্ধে পেশাদার দায়িত্ব পালন করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন। ২৪ এর গণঅভ্যুত্থানে প্রত‍্যকে শহরে,মহল্লায় যেভাবে জাগ্রত ছিলেন ঠিক সেভাবেই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জাগ্রত থাকুন। ইন্টেরিয়াম যদি সুষ্ঠু বিচার নিশ্চিত করতে না পারে তাহলে আমাদের ২৪ এর গণঅভ্যুত্থানের ন্যায় জবাব দিতে হবে ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল বলেন, এটা আমার দেশ নয়, এটি সন্ত্রাসীদের মৃত্যু উপত্যকা। আমরা দেখচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে চাঁদাবাজ- সন্ত্রাসীদের প্রতিবাদ করায়, আমাদের নিরিহ ভাইরা গুপ্ত হত্যার শিকার হচ্ছে।

আমরা চব্বিশের পরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা করেছিলাম,পূর্বের ন্যায় বিচারবহির্ভূত হত্যা শেষ হবে। কিন্তু এখনো মানুষ গুপ্ত হত্যার শিকার হচ্ছে।অন্তর্বর্তীকালীন সরকার যদি আইন বিভাগ বিচার বিভাগ সচল করতে না পারে তাহলে তারা তাদের দায়িত্ব ছেড়ে দেখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]