28309

08/10/2025 নিষিদ্ধ সংগঠনের সমর্থন করায় লন্ডনে ৪৬৬ জন গ্রেফতার

নিষিদ্ধ সংগঠনের সমর্থন করায় লন্ডনে ৪৬৬ জন গ্রেফতার

রাজটাইমস ডেস্ক: 

১০ আগস্ট ২০২৫ ১৩:২২

লন্ডনে নিষিদ্ধ ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন জানিয়ে বিক্ষোভ করায় অন্তত ৪৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জুলাই মাসে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য প্রশাসন।

শনিবার স্থানীয় সময় রাত ৯টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভ শুরু করে সংগঠনটির সমর্থকরা। যুক্তরাজ্যের আইন অনুযায়ী, প্যালেস্টাইন অ্যাকশনের সদস্যপদ গ্রহণ বা সমর্থন করা অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড।

বিক্ষোভকারীদের অভিযোগ, ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা স্বাধীনভাবে মতপ্রকাশে বাধা দিচ্ছে এবং ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করছে।

এর আগে জুলাই থেকে শুরু হওয়া ধারাবাহিক বিক্ষোভে এর মধ্যে ২শ’ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]