28332

08/12/2025 পুরো আসনের ফল বাতিলের ক্ষমতা পাবে ইসি

পুরো আসনের ফল বাতিলের ক্ষমতা পাবে ইসি

রাজ টাইমস ডেস্ক

১২ আগস্ট ২০২৫ ০০:১৭

নির্বাচনি অনিয়মের কারণে কমিশন পুরো আসনের ফলাফল বাতিলের ক্ষমতা পাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে পুরো আসনের ফলাফল বাতিলের আইনি কাঠামো পাচ্ছে সংস্থাটি।

সোমবার কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, "ফলাফল স্থগিত এবং বাতিল নিয়ে যে বিধানগুলো ছিল, যেখানে পুরো আসনের নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা সেটাকে সীমিত করা হয়েছিল। সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক কেন্দ্র বা পুরো আসনের, একইভাবে ফলাফল এক বা একাধিক বা পুরো আসনের ফলাফল বাতিল করতে পারবে।"

তিনি আরও বলেন, "গণমাধ্যমকর্মীরাও ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন। তবে গণনার শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন, তাঁদেরকে পুরাটা সময়ব্যাপী থাকতে হবে। মাঝপথে বের হয়ে যাওয়া যাবে না।"

গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধন এনে এমন বিধান যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]