28342

08/13/2025 ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় ৩৩১ দেশীয় সংস্থা

ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় ৩৩১ দেশীয় সংস্থা

রাজ টাইমস ডেস্ক

১২ আগস্ট ২০২৫ ২৩:১৮

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে নিবন্ধনের জন্য দেশীয় ৩৩১টি পর্যবেক্ষক সংস্থা নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। এর মধ্যে নির্ধারিত সময়ে ৩১৮টি এবং পরে আরও ১৩টি আবেদন জানায়। সময়ের পরে আবেদন করা সংস্থাগুলোর বিষয়ে কমিশন বসে সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার রাতে ইসির জনসংযোগ শাখার কর্মকর্তা মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোট পর্যবেক্ষণে যথাসময়ে ৩১৮টি সংস্থা আবেদন করে। পরে আরো ১৩টি আবেদন জানায়। এগুলোর বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিবে।

এর আগে গত ২৭ জুলাই পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। আবেদন জমা দেওয়ার জন্য ১৫ দিন সময় দিয়েছিল, এ সময় গত রোববার ১০ আগস্ট শেষ হয়। এর আগে গত ১৭ জুলাই দেশীয় পর্যবেক্ষক নীতিমালা-২০২৫ জারি করা হয়। কে এম হাবিবুল আউয়াল কমিশনের নীতিমালা বাতিল করা হয়। পাশাপাশি ওই নির্বাচনের বিতর্কিত প্রতিবেদন দেওয়ার অভিযোগে ৯৬টি সংস্থার নিবন্ধনও বাতিল করে বর্তমান এএমএম নাসির উদ্দীনের কমিশন।

ইসির কর্মকর্তারা জানান, ২০০৮ সাল থেকে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের নিবন্ধন শুরু হয়। ওই বছরে অর্থাৎ নবম সংসদ নির্বাচনের আগে ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। পরবর্তী একাদশ সংসদে ১১৮টি সংস্থা নিবন্ধন পায়। আর সর্বশেষ ২০২৩ সালের ৯৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়। এই নির্বাচনে দেশীয় বিভিন্ন সংস্থার ২০ হাজার ৭৭৩ জন নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করলেও ইসি কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জনকে ভোট পর্যবেক্ষণের অনুমোদন দিয়েছিল।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওআইসি ও কমনওয়েলথ থেকে ৩৮ জন, বিভিন্ন মিশনের ৬৪ জন এবং বাংলাদেশস্থ বিভিন্ন দূতাবাসে বা হাইকমিশনে কর্মরত বাংলাদেশি ৬১ জনসহ মোট ১৬৩ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]