28386

08/18/2025 অনিন্দ্যসহ তিন জনের  ৫ দিনের রিমান্ড

অনিন্দ্যসহ তিন জনের  ৫ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট ২০২৫ ১৯:১৯

রাজশাহীর কাদিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার কোচিং সেন্টারের মালিক মোন্তাসেবুল আলম (অনিন্দ্য), রবিন ও ফয়সালকে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৫ দিনের রিমান্ড মুঞ্জুর করেছে আদালত। আজ রোববার দুপুরে মেট্রোপলিটন আদালত-২ এর বিচারক মামুনুর রশিদ এ রায় দেন।
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে শনিবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত কাদিরগঞ্জ এলাকায় ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিংয়ে অভিযান চালায় যৌথ বাহিনী। ১৪ ঘণ্টার অভিযান শেষে কোচিং সেন্টারের মালিক মোন্তাসেবুল আলম (অনিন্দ্য), রবিন ও ফয়সালকে আটক করে। উদ্ধার করে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দুরবিন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশি অস্ত্র, ওয়াকিটকি সেট, জিপিএস, বিভিন্ন দেশি-বিদেশি মদ ও ১১টি নাইট্রোজেন কার্টিজ। এগুলো তাজা অবস্থায় ছিল। পরে বোম ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে।
ঐদিন রাতে তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। রোববার দুপুরে গ্রেফতার প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করলে বিচারক প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সাথে না মঞ্জুর করে জামিন আবেদন।
এনিয়ে কোন মন্তব্য করতে চাননি আসামি পক্ষের আইনজীবীরা।

কোচিং পরিচালক মোন্তাসেবুল মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলমের (লাট্টু) ছেলে। তাঁদের বাড়ির সঙ্গে আলাদা একটি একতলা ভবনে ওই কোচিং সেন্টার। মোন্তাসেবুল রাজশাহী সিটির সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের আত্মীয়। আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় মোন্তাসেবুলকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]