08/19/2025 ধামইরহাটে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
১৮ আগস্ট ২০২৫ ২৩:৫৩
নওগাঁর ধামইরহাট পৌর বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় ধামইরহাট নীমতলী মোড়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ধামইরহাট নীমতলি বাজারে লিফলেট বিতরণ কার্যক্রম পালন করা হয়।
এ সময় ধামইরহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী।
এছাড়াও নজিপুর পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক দেওয়ান ফেরদৌস হাসান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু, সাবেক আহ্বায়ক আজমল হোসেন চৌধুরী শাহান, আহ্বায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন, পত্নীতলা উপজেলা মহিলা দলের নেত্রী মৌসুমী সুলতানা প্রমুখ।