08/21/2025 ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও অফিস বন্ধের দাবি
রাজটাইমস ডেস্ক:
২০ আগস্ট ২০২৫ ২২:২২
ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও অফিস বন্ধের দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ বিরোধী সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।
বুধবার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতি বলা হয়, ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের কোন কার্যক্রম যেন ভারত সরকার অনুমোদন বা সমর্থন না করে সে অনুরোধ করা হয়েছে।
এতে বলা হয়েছে বৈধ বা অবৈধভাবে ভারতে পালিয়ে থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের স্বার্থ বিরোধী প্রচার প্রচারণা ও যেকোনো রুপে রাজনৈতিক কার্যক্রম চালালে এবং অফিস খুললে তা বাংলাদেশের জনগন ও রাষ্ট্রের বিরুদ্ধে একটি স্পস্ট আক্রমণ। এতে বাংলাদেশ ও ভারতের মধ্যে গড়ে ওঠা সুসম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি করবে। বাংলাদেশে চলমান রাজনৈতিক কার্যক্রমে গুরুতর প্রভাব পড়বে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকলে দুদেশের সম্পর্ক উন্নত করার চলমান প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে।
গুরুতর মানবতা বিরোধী অপরাধের কারণে মামলার আসামি আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা ভারতীয় ভূখণ্ডে রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।