28421

08/21/2025 গাজায় আরো ৬০ হাজার রিজার্ভ সেনা মোতায়েন করছে ইসরাইল

গাজায় আরো ৬০ হাজার রিজার্ভ সেনা মোতায়েন করছে ইসরাইল

রাজটাইমস ডেস্ক: 

২০ আগস্ট ২০২৫ ২২:২৯

গাজায় আরো ৬০ হাজার রিজার্ভ সেনা মোতায়েন করার পরিকল্পনা করছে ইসরাইল। বুধবার (২০ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ সম্প্রসারণ ও গাজা শহর দখলের পরিকল্পনায় ৬০ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ইসরাইল। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের মোতায়েন করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। অবশ্য মধ্যস্থতাকারীরা ২২ মাস ধরে চলমান যুদ্ধে যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বুধবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ গাজার সবচেয়ে ঘনবসতিপূর্ণ কিছু এলাকায় অভিযান শুরু করার পরিকল্পনা অনুমোদন করেছেন। তারা ৬০ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের পরিকল্পনা করছে এবং অতিরিক্ত ২০ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের মেয়াদ বাড়িয়েছে।

সূত্র : আল জাজিরা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]