28436

08/22/2025 ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোন দেশে কয়টি ম্যাচ হবে ?

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোন দেশে কয়টি ম্যাচ হবে ?

রাজটাইমস ডেস্ক: 

২২ আগস্ট ২০২৫ ১৩:৩৬

১৮ বছর পর দক্ষিণ আফ্রিকায় আবার আইসিসির কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ে। তবে প্রধান আয়োজক দেশ হিসেবে থাকবে দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তিন দেশের মধ্যে কতটি ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে, তা ঘোষণা করেছে।

২০২৭ সালের বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ হবে, এর মধ্যে ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। দেশটির আটটি শহরকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে: জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লুমফনটেইন, ইস্ট লন্ডন এবং পার্ল। যদিও কোন মাঠে কতটি ম্যাচ হবে তা এখনও জানা যায়নি, তবে বিশ্বকাপের সূচি টুর্নামেন্টের কিছুদিন আগে প্রকাশ করা হবে। বাকি ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে নামিবিয়া এবং জিম্বাবুয়ে। খবর এনডিটিভি স্পোর্টস

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হলেও, ২০০৩ সালে সেখানে ওয়ানডে এবং ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে। ২০০৯ সালের পর আর কোনো আইসিসি টুর্নামেন্ট দেশটিতে হয়নি। যদিও অ-১৯ বিশ্বকাপ আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা, তবে এটি সিনিয়র পর্যায়ের বিশ্বকাপ নয়। ফলে দীর্ঘ সময় পর ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, স্থানীয় একটি সংস্থাকে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে, যার নেতৃত্বে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের চেয়ারপার্সন পার্ল মাফোশে বলেছেন,‘দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্য এবং সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্দেশ্যেই আমরা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছি।’

সর্বশেষ ২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেবার ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে হেরে বিদায় নেয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]