28443

12/12/2025 বাস টার্মিনালে বিএনপি দু’গ্রুপের সংঘর্ষ

বাস টার্মিনালে বিএনপি দু’গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট ২০২৫ ১৫:০২

রাজশাহী মহানগরীতে বিএনপি সমর্থিত দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এতে রিপন নামে একজন গুরুতর আহত হয়েছেন। পরে তাকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটের দিকে বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল বাস টার্মিনাল সংলগ্ন ফুটপাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফুটপাতের দখল নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে ওই রাতে রিপনের নেতৃত্বে থাকা ৫-৭ জন এবং ওবায়দুল এর নেতৃত্বে থাকা ৮-১০ জনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে রিপন গুরুতর আহত হন। 

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]