28452

08/23/2025 নারায়ণগঞ্জে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৮

নারায়ণগঞ্জে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৮

রাজ টাইমস ডেস্ক

২৩ আগস্ট ২০২৫ ১১:৩৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে এক পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে থানাধীন হিরা ঝিল এলাকার মুড়ির ফ্যাক্টরির গলিতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (৪ মাস), আসমা (৩৫), তিসা (১৬) ও আরাফাত (১৩)। তাদের উদ্ধার করে ভ্যান ও অটোরিকশার মাধ্যমে প্রো-অ্যাক্টিভ হাসপাতাল সাইনবোর্ড এলাকায় প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির খন্দকারের টিনশেড বাড়ির একটি কক্ষ জনৈক হাসান ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানসহ বসবাস করছিলেন। রাতে ওই কক্ষে থাকা ফ্রিজ থেকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বিকট শব্দ হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাচপুর ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া জানান, ফ্রিজের শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]