28454

08/24/2025 ড. ইউনূসের কারণে মার্কিন শুল্কে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ

ড. ইউনূসের কারণে মার্কিন শুল্কে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক: 

২৩ আগস্ট ২০২৫ ১৬:৪২

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত পরিচিতির কারণে মার্কিন শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে।

শনিবার (২৩ আগস্ট) মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ বিষয়ক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সুনাম ও পরিচিতি থাকায় শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে। শুরু থেকেই অন্তর্বর্তী সরকার শুল্ক কমিয়ে ২০ শতাংশে আনতে আত্মবিশ্বাসী ছিল।

তিনি আরও বলেন, সরকার শুল্ক আরও কমানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে এবং সেখানে রপ্তানি আরও বৃদ্ধি পাবে।

আলোচনায় শফিকুল আলম জানান, নেগোসিয়েশনের সময় অন্যান্য আন্তর্জাতিক বাজারে এর প্রভাব কী হবে, তা মাথায় রেখেই দরকষাকষি করা হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

উল্লেখ্য, প্রথমে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে গত ৩১ জুলাই ট্রাম্প প্রশাসন সেই শুল্ক কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]