28459

08/24/2025 ‘আ.লীগ ১৫ বছরে দেশকে সর্বস্বান্ত করে দিয়েছে’

‘আ.লীগ ১৫ বছরে দেশকে সর্বস্বান্ত করে দিয়েছে’

রাজটাইমস ডেস্ক: 

২৩ আগস্ট ২০২৫ ১৭:০১

আওয়ামী লীগ গত ১৫ বছরে এই দেশকে সর্বস্বান্ত করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে এক আলোচনা সভায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরে এই মন্তব্য করেন তিনি।

জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জ্বল হোসেন মানিক মিয়া হলে অপর্ণা আলোক সংঘ সংগঠনের উদ্যোগে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত? শীর্ষক এই আলোচনা সভা হয়।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে এই দেশকে সর্বস্বান্ত করে দিয়েছে। একেবারে বলা যায় যে ভূমিধস করে দিয়েছে। সেই জায়গায় এক-দেড় বছরে সব কিছু ঠিক করবে এটা মনে করার কারণ নেই। তবে কাজ শুরু করতে হবে স্বচ্ছ ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সামনে আগাতে হবে।

তিনি আরও বলেন, আমাদের ঐক্যবদ্ধ থেকে সবকিছুর ঊর্ধ্বে উঠে অর্থাৎ দুর্নীতির ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ তৈরি করার জন্য কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ সব পারে। বাংলাদেশের মানুষ ’৬৯ এ পেরেছে, ’৭০ এ পেরেছে, ’৭১ পেরেছে। না পারার কোনো কারণ নেই। আর সবশেষে যেটা ’২৪ পেরেছে এটা তো অভাবনীয়, অসাধারণ।

বিএনপির মহাসচিব বলেন, সংকট সমাধানের পথ নির্বাচিত জনপ্রতিনিধিত্বের সরকার। এই যে সমস্যার কথা বলা হচ্ছে সমাধানের পথ কী? এটা আমার সিস্টেমের ওপর নির্ভর করবে। আমি যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি, আমি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সুষ্ু নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি তাহলে সেখানে আমি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারব।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]