28475

08/25/2025 নগরীতে হেযবুত তাওহীদের কার্যক্রম বন্ধে দাবি

নগরীতে হেযবুত তাওহীদের কার্যক্রম বন্ধে দাবি

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট ২০২৫ ২৩:৩১

রাজশাহীতে তথাকথিত ধর্মীয় সংগঠন হেযবুত তাওহীদ এর সকল কার্যক্রম বন্ধ ও আগামী ২৫ আগস্ট নগরীর নানকিং চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত প্রোগ্রাম বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী নগরীর মালোপাড়া দারুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু কিছু সংগঠন এই শান্তির ধর্মকে বিকৃতভাবে উপস্থাপন করছে। হেযবুত তাওহীদের সাথে আমাদের মূল বিশ্বাসের পার্থক্য রয়েছে। নামধারী কিছু মুসলমান ধর্মীয় পোশাক ব্যবহার করে সমাজবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা আরো বলেন, হেযবুত তাওহীদ ইসলামের মূল আক্বীদা ও সহিহ বিশ্বাস থেকে বিচ্যুত হয়ে ইসলামবিরোধী ভ্রান্ত মতবাদ প্রচার করে যাচ্ছে। তাই সংগঠনটির সব কার্যক্রম বন্ধ ও ঘোষিত প্রোগ্রাম বাতিল করা জরুরি।

এছাড়া সংগঠনটি সম্প্রতি রাজশাহীতেও তাদের কার্যক্রম বিস্তারের চেষ্টা করছে। এ লক্ষ্যে আগামী ২৫ আগস্ট রাজশাহীর নানকিং চাইনিজ রেস্টুরেন্ট, সি অ্যান্ড বি মোড়ে একটি বড় প্রোগ্রাম আহ্বান করেছে। যা মুসলমানদের শান্তিপূর্ণ অবস্থানকে ব্যাহত করবে এবং ধর্মীয় বিভ্রান্তি, সামাজিক বিশৃঙ্খলা ও যুবসমাজকে চরমপন্থার দিকে ঠেলে দিতে পারে।স্পোর্টস বেটিং



 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]