28478

08/25/2025 রামেবির গাছ লুট ঘটনায় তদন্ত কমিটি গঠন

রামেবির গাছ লুট ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট ২০২৫ ২৩:৫৮

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ক্যাম্পাসের জন্য অধিগ্রহণকৃত এলাকা থেকে গাছ কেটে লুটের ঘটনায় তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ। আজ রোববার এ কমিটি করেন রামেবির উপাচার্য ও ক্যাম্পাস স্থাপন প্রকল্পের পরিচালক অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক।

ক্যাম্পাস স্থাপন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক প্রকৌশলী সিরাজুম মুনীর তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজই কমিটির সদস্যদের কাছে চিঠি পাঠানো হয়েছে।’ তিনি জানান, কমিটির প্রধান রামেবির কোষাধ্যক্ষ ডা. জাকির হোসেন খন্দকার। এছাড়া সদস্য রয়েছেন কলেজ পরিদর্শক আবদুস সালাম, রেজিস্ট্রার ডা. হাসিবুল হোসেন, পরিকল্পনা দপ্তরের সেকশন অফিসার রেজাউল উদ্দিন ও রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মোরশেদ। সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রাজশাহী নগরের বাজেসিলিন্দা এলাকার আমবাগানে ঘেরা সবুজ ও নির্মল পরিবেশে গড়ে তোলা হচ্ছে রামেবির স্থায়ী ক্যাম্পাস। এতে ব্যয় হবে ২ হাজার ২৫৭ কোটি টাকা। জেলা প্রশাসন এই জায়গা অধিগ্রহণ করে।  এরপর প্রায় ১০ মাস ধরে এ ক্যাম্পাস থেকে একটি-দুটি করে গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে সম্প্রতি সময় ট্রলির পর ট্রলি বের হচ্ছিল কাটা গাছ নিয়ে। দরপত্র ছাড়াই এভাবে গাছ কাটার বিষয়টি জানাজানি হওয়ায় গত ১৩ আগস্ট ক্যাম্পাসে বালুভরাটের কাজ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠান হোসাইন কনস্ট্রাকশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দেয় রামেবি। ২১ আগস্ট প্রতিষ্ঠানটি গাছ কাটার অভিযোগ অস্বীকার করে জবাব দেয়।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]