28496

08/26/2025 সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা ; আহত ৮ 

সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা ; আহত ৮ 

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট ২০২৫ ১৫:৫৬

রাজশাহীর মোহনপুর উপজেলায় সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্যসহ ট্রাকের হেলপার আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫ টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর মডেল টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২ দুজনকে গ্রেপ্তার করেছে মোহনপুর থানা পুলিশ।

দুর্ঘটনায় দুটি গাড়িই সড়কের পাশে খাদে পানিতে পড়ে যায়। আহত সেনাসদস্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে এক সেনাসদসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ ডা: শংকর কুমার।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আট সেনা সদস্য আহত হন।

ওসি আরও জানান, এ ঘটনায় দুপুরে সেনাবাহীনির উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনান্থল পরিদর্শন করেন। এবং ট্রাক ড্রাইভার সোহান (৪৫) ও হেলপার রাইহান (২৮) কে আসামী করে সড়ক দুর্ঘটনা আইনে মামলা করেছে সেনাবাহীনি। এই মামলায় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]