28501

08/27/2025 রাবিতে ইন্সুরেন্স আন্ডাররাইটিং বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

রাবিতে ইন্সুরেন্স আন্ডাররাইটিং বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি:

২৬ আগস্ট ২০২৫ ২১:৪৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের উদ্যোগে গতকাল সোমবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে “ফ্রম দ্যা রিস্ক টু পলিসি: আন্ডারস্ট্যান্ডিং দ্যা আর্ট অব আন্ডাররাইটিং" শীর্ষক এক সেমিনার।

বীমা খাতের ঝুঁকি ব্যবস্থাপনা, আন্ডাররাইটিং প্রক্রিয়া এবং এর আধুনিক কৌশল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে গভীর জ্ঞান ও সচেতনতা তৈরি করতেই এ সেমিনারের আয়োজন করা হয়।

রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ৫১৫ নম্বর কক্ষে দুপুর ১২টায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান প্রবন্ধটি উপস্থাপন করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক এস. এম. ইব্রাহিম হোসেন, ACII (UK)। তাঁর বক্তব্যে আন্ডাররাইটিংয়ের মূল উদ্দেশ্য, ঝুঁকি বিশ্লেষণের পদ্ধতি এবং আধুনিক বীমা খাতে প্রযুক্তির প্রভাব বিষয়ে গভীর বিশ্লেষণ করা হয়।

তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন কিভাবে সঠিক ঝুঁকি মূল্যায়ন ও নীতিমালা প্রণয়নের মাধ্যমে বীমা প্রতিষ্ঠানগুলো তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। এছাড়া বীমা কোম্পানিগুলো কোন ধরনের ঝুঁকি কভার করে, ঝুঁকি নিয়ন্ত্রণের পদ্ধতি কী, এবং প্রিমিয়াম নির্ধারণে কোন কোন ফ্যাক্টরগুলো প্রভাব ফেলে—এসব বিষয়ও বক্তৃতায় আলোচিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের প্রতিষ্টাকালীন সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম।

এই সেমিনারে বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং বীমা খাতের আগ্রহীরা অংশগ্রহণ করেন। বক্তারা বীমা শিল্পে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য আন্ডাররাইটিংয়ের মৌলিক ধারণা, ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল এবং নীতিমালা প্রণয়নের প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

সেমিনারের আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অতিথি বক্তার কাছে বিভিন্ন প্রশ্ন করেন এবং বীমা শিল্পের বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত মূল্যবান দিকনির্দেশনা গ্রহণ করেন। অনুষ্ঠানের শেষাংশে আন্ডাররাইটিং প্রক্রিয়ায় দক্ষতা উন্নয়ন, সঠিক ঝুঁকি মূল্যায়ন এবং উদ্ভাবনী পণ্য উন্নয়নের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।

বক্তারা মনে করেন, এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও বাস্তবভিত্তিক দক্ষতার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং দেশের বীমা খাতে নতুন নেতৃত্ব তৈরিতে অনুপ্রেরণা জোগাবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]