28504

08/27/2025 দীর্ঘ আড়াই বছর পর বেনাপোল দিয়ে ভারত থেকে এলো পেঁয়াজ

দীর্ঘ আড়াই বছর পর বেনাপোল দিয়ে ভারত থেকে এলো পেঁয়াজ

রাজটাইমস ডেস্ক: 

২৬ আগস্ট ২০২৫ ২২:২১

দীর্ঘ আড়াই বছর পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় প্রথম চালানে ভারতের একটি ট্রাকে করে ১৫ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করে।

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে স্থানীয় বাজারে তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়েছে। প্রথম দিনেই বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম ৫ থেকে ৭ টাকা পর্যন্ত কমেছে।

এই পেঁয়াজের আমদানিকারক প্রতিষ্ঠান হলো বাগেরহাটের এস এম ওয়েল ট্রেডার্স এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের ন্যাশনাল ট্রেডিং করপোরেশন। চালানটি ছাড় করাতে বন্দর কাস্টমসে কাগজপত্র দাখিল করেছে সিঅ্যান্ডএফ লিংক ট্রেড ইন্টারন্যাশনাল।

প্রতি মেট্রিক টনের আমদানি মূল্য ধরা হয়েছে ৩০৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭,৪২৯ টাকা। আমদানি করা পেঁয়াজ মানভেদে খুচরা বাজারে ৬০ টাকার মধ্যে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]