28516

08/28/2025 দুর্লভ ‘ব্লাড মুন’ দেখা যাবে সেপ্টেম্বরে

দুর্লভ ‘ব্লাড মুন’ দেখা যাবে সেপ্টেম্বরে

রাজটাইমস ডেস্ক: 

২৮ আগস্ট ২০২৫ ১১:১৮

সেপ্টেম্বরে আকাশপ্রেমীদের জন্য আসছে এক দুর্লভ মহাজাগতিক দৃশ্য। ৭-৮ সেপ্টেম্বর একটি পূর্ণ চন্দ্রগ্রহণে চাঁদ রূপ নেবে লাল আভায় ভরা ‘ব্লাড মুনে’।

প্রায় ৮২ মিনিট স্থায়ী এই চন্দ্রগ্রহণ হবে সাম্প্রতিক বছরের দীর্ঘতম গ্রহণগুলোর একটি।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটি স্পষ্টভাবে দেখা যাবে এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং ইউরোপে। ফলে বিশ্বের কোটি কোটি মানুষ এই অনবদ্য দৃশ্যের সাক্ষী হবেন।

পূর্ণ চন্দ্রগ্রহণে কী ঘটে : পূর্ণ চন্দ্রগ্রহণ হয় তখনই, যখন পৃথিবী সূর্য আর চাঁদের মাঝখানে চলে আসে। এতে পৃথিবীর অন্ধকারতম ছায়া অর্থাৎ অম্ব্রা, চাঁদের ওপর পড়ে।

কিন্তু চাঁদ পুরোপুরি অদৃশ্য হয় না। বরং সেটি লালচে আভায় ঝলমল করে। এর কারণ হলো, সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদের দিকে পৌঁছায়। ছোট তরঙ্গদৈর্ঘ্যের রং যেমন নীল আর বেগুনি— বায়ুমণ্ডলে ছড়িয়ে যায়। আর লাল ও কমলা রং সহজে পেরিয়ে গিয়ে চাঁদে প্রতিফলিত হয়। এই প্রক্রিয়াটিই রে-লি স্ক্যাটারিং (Rayleigh scattering) নামে পরিচিত, যা সূর্যাস্তের সময় আকাশ লাল হওয়ার মতোই এক বৈজ্ঞানিক ঘটনা।

বিস্তৃত দৃশ্যমানতা : অনেক চন্দ্রগ্রহণ শুধু কিছু অঞ্চলে দেখা যায়, কিন্তু এই রক্তচাঁদ দেখা যাবে প্রায় পুরো পূর্ব গোলার্ধে, ফলে কোটি কোটি মানুষ এ দৃশ্য উপভোগ করতে পারবেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]