28572

09/02/2025 বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির শুভেচ্ছা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির শুভেচ্ছা

রাজ টাইমস ডেস্ক

১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫২

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে ৫ সদস্যদের একটি প্রতিনিধি দল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে সোমবার (১ সেপ্টেম্বর) শুভেচ্ছা জানায়।

এ সময় এনসিপির পক্ষ থেকে সারজিস আলম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল তুলে দেন। পরে তারা মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এনসিপি নেতা সামান্তা শারমিন, আরিফুল ইসলাম ও মাইনুল ইসলাম।

মতবিনিময়ের পর প্রেস ব্রিফিংয়ে সারজিস আলম বলেন, শেখ হাসিনা শুধু গণতন্ত্র নয়, রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে দিয়েছে। মত-দ্বিমত থাকতে পারে, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]