28578

09/03/2025 ডাকসুর স্থগিতাদেশ বহাল, কাল ফুল কোর্টে শুনানি: শিশির মনির

ডাকসুর স্থগিতাদেশ বহাল, কাল ফুল কোর্টে শুনানি: শিশির মনির

রাজ টাইমস ডেস্ক

২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্থগিতাদেশ বহাল রয়েছে।

আগামীকাল (বুধবার) পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী শিশির মনির এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার (২ সেপ্টেম্বর) হাইকোর্ট বিকেল ৩টা ৫০ মিনিটে এক রিট আবেদনের শুনানি শেষে ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন।

তবে এই আদেশের পরই শিশির মনির হাতে লেখা আবেদন নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে ছুটে যান। দ্রুত যুক্তিতর্ক তুলে ধরেন আদালতের সামনে। তিনি আদালতকে বোঝাতে সক্ষম হন যে, হাইকোর্টের আদেশে আইনি ব্যত্যয় ঘটেছে।

পরিস্থিতির গুরুত্ব ও সময়ের সংবেদনশীলতা বিবেচনায় মাত্র এক ঘণ্টার মধ্যেই চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। ফলে ডাকসু নির্বাচনের পথে আইনি বাধা দূর হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]