28599

09/05/2025 সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো রাবি ছাত্রের

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো রাবি ছাত্রের

রাবি প্রতিনিধি:

৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদনপুর গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে মোটরসাইকেল সঙ্গে অটোরিকশার দুর্ঘটনা ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিনোদনপুর গেটের সামনে রাত পনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে মেডিকেলে নিয়ে গেলো ১২ দিকে ওই ছাত্র যান। তার মৃত্যুের বিষয়টি ইংরেজি বিভাগের চেয়ারম্যান মমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীর নাম ইফতেখার ইসলাম ফাহমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার বাসা ঢাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতেখার ইসলাম ফামিন তার বন্ধু মিরাজ সঙ্গে বাইকের পেছনে ছিলেন। বিনোদনপুর গেটের মোড়ে বাইকে আসার সময় ঠিক তখনই রিকশাটা হুট করে উল্টো দিকে ঘুরিয়ে নিলে যার কারণে এই দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যগণ উদ্ধার করে রামেকে জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে বিভাগের সভাপতি মমিনুল ইসলাম বলেন, "তারা ২ জন বাইকে করে যাচ্ছিল। হঠাৎ করে রিকশাটা উল্টো দিকে ইউটার্ন নেওয়ার সময় মাইকের সঙ্গে অটোরিকশার অ্যাক্সিডেন্ট হয়। দুইজন মধ্যে পিছনে থাকা শিক্ষার্থী ফামিনের সেন্স ছিল না। পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসার জানান সে মারা গেছেন। শিক্ষার্থীই তার পরিবারকে জানিয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার এসেছেন।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, "বিভাগের সভাপতিসহ কয়েকজন শিক্ষক আমরা এখানে এসেছি। বিস্তারিত জেনে আমরা ব্যবস্থা নেব।"

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]