28636

09/08/2025 যাকে খুশি তাকে ভোট দিন, তবে প্লিজ ৯ সেপ্টেম্বর আসুন

যাকে খুশি তাকে ভোট দিন, তবে প্লিজ ৯ সেপ্টেম্বর আসুন

রাজ টাইমস ডেস্ক

৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০০

অনাবাসিক শিক্ষার্থীদের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু বলেছেন, আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, তবে প্লিজ ৯ সেপ্টেম্বর ভোট দিতে আসুন।

আপনারা ভোট দিতে আসলেই গোটা ইকুয়েশন বদলে যাবে। যে সমীকরণ করা হচ্ছে তার কিছুই দাঁড়াবে না। আপনারা শুধু আপনাদের উপস্থিতি নিশ্চিত করুন। ভোটটা দিয়ে যান।

রোববার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মেঘমল্লার বলেন, আজকে প্রচারণার শেষ দিন। এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে প্রচারণা শেষ করছি। আমার এ উপস্থিত যদি সহযোদ্ধাদের মনে একটুও প্রেরণা জোগায়, তাহলে এটাই আমার প্রাপ্তি হবে।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা আমাকে ভোট দেবেন না, তারা তো দেবেন‌ই না। তাদের নতুন করে বলার কিছুই নাই। কিন্তু অনেক মানুষ আছেন, যারা আমাকে পছন্দ করেন, কিন্তু এই চিন্তা করছেন যে ব্যক্তি আমার দ্বার পর্যন্ত এসে পৌঁছায়নি, সে যে নির্বাচিত হলে আমার কাছে এসে পৌঁছাবে, তার গ্যারান্টি কী? আমি শুধু এতটুকুই বলতে পারি, শেষ পাঁচদিন আমি প্রস্তুতি নিচ্ছিলাম যেন শেষ মানুষটি পর্যন্ত পৌঁছাতে পারি‌।’

শারীরিক অক্ষমতার কারণে সেটি পারেননি জানিয়ে তিনি বলেন, ‘সে ব্যর্থতার দায় আমি মাথা পেতে নিচ্ছি। তবে যদি মনে করেন সামনের দিনে লড়াই করে যাওয়ার জন্য উপযুক্ত ব্যক্তিটি আমি ও আমার প্রার্থীরা, তাহলে বলব আমি আপনাদের কাছে পৌঁছাতে পারিনি অন্তত এ কারণে ভোট থেকে বঞ্চিত করবেন না।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]