28648

09/10/2025 জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

রাজ টাইমস ডেস্ক :

৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস হুমা খান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক জুনিয়র উপদেষ্টা ব্যারিস্টার তাজরিয়ান আকরাম খান।

সাক্ষাতের শুরুতে মিস হুমা খান ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন। পরে আন্তরিক পরিবেশে উভয়পক্ষ পারস্পরিক মতবিনিময় করেন। আলোচনায় বাংলাদেশে বিদ্যমান মানবাধিকার পরিস্থিতি, গুম-খুনের বিচারসহ সামগ্রিক বিষয় উঠে আসে।

জাতিসংঘ মানবাধিকার সংস্থার আয়োজনে গত ২৯ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘জুলাই স্মরণ সভায়’ জামায়াত আমিরের বক্তব্যের জন্য মিস হুমা খান কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তিনি জামায়াতে ইসলামীর প্রস্তাবিত সংস্কার কর্মসূচি সম্পর্কেও জানতে চান। ডা. শফিকুর রহমান তাঁকে এ বিষয়ে বিস্তারিত অবহিত করেন।

সাক্ষাৎ শেষে জামায়াত আমির জাতিসংঘ প্রতিনিধিদলকে ‘জুলাই শহীদদের’ স্মরণে জামায়াতে ইসলামী কর্তৃক প্রকাশিত ইংরেজি সংস্করণের ১২ খণ্ডের বই উপহার দেন।

এ সময় জামায়াতের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]