09/10/2025 ডাকসুর মধ্যদিয়ে নির্বাচনের ট্রেনে উঠলো বাংলাদেশ: উপদেষ্টা ফারুকী
রাজ টাইমস ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪২
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল ৮ টায় শুরু হয়েছে। এই নির্বাচন নিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ডাকসুর মধ্যদিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ।
মঙ্গলবার ভোট শুরুর পরপরই তিনি তার ফেসবুকে এই স্ট্যাটাস দেনে। সেখানে তিনি আরো লেখেন, এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!
মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, যে ভোট রাতেই করে ফেলা যায় সেটা দিন পর্যন্ত রাখা হলো কেনো? সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দূর্বলতা’। -ডাকসু নির্বাচন উপলক্ষ্যে লাইলাতুল ইলেকশনের জননী, ব্যাংক লুটেরা, গুমের মাস্টারমাইন্ড, বিডিআর-পিলখানা-জুলাই ম্যাসাকারের প্রধান পরিকল্পনাকারী, বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতাবিরোধী শক্তি খুনী হাসিনা যে কথা বলেনি।