28665

09/10/2025 সড়ক দুর্ঘটনায় আহত অনিক মল্লিকের পাশে দাঁড়ালেন রাবি খুলনা জেলা সমিতি

সড়ক দুর্ঘটনায় আহত অনিক মল্লিকের পাশে দাঁড়ালেন রাবি খুলনা জেলা সমিতি

রাজ টাইমস ডেস্ক

৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী অনিক মল্লিক গত ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন সংলগ্ন চার রাস্তার মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার ডান পায়ের হাড় সম্পূর্ণ ভেঙে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

তার চিকিৎসা ব্যয়ের জন্য খুলনা জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অনুদান দেওয়ার সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা সমিতির সভাপতি মোঃ নাঈমুল হাসান খান, যুগ্ম সাধারণ সম্পাদক তৈবুর শেখ ও সাংগঠনিক সম্পাদক রাফায়েল আলম তমো।

খুলনা জেলা সমিতির সভাপতি মোঃ নাঈমুল হাসান খান বলেন “অনিক মল্লিক দাদা আমাদের সকলের গর্ব। তিনি শুধু মেধাবী ছাত্রই নন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুলনা জেলা সমিতির প্রাণবন্ত সদস্য। এই কঠিন সময়ে আমরা তার পাশে দাঁড়াতে পেরে খুশি। শুধু আর্থিক সাহায্যই নয়, মানসিক সমর্থন ও একতার শক্তি—এগুলোই দাদার দ্রুত সুস্থ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমরা আশা করি, সকলের সহযোগিতা ও দোয়ার ফলে দাদা দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের সঙ্গে ফিরবেন। সমিতির এই মানসিক ও আর্থিক সহযোগিতা যেন সকল সদস্যের জন্য একটি উদাহরণ হয়ে থাকে। শুধু সংগঠন নয়, পরিবারের মতো একে অপরের পাশে থাকা—এই ধারা আমরা অব্যাহত রাখব।”

খুলনা জেলা সমিতি এর পক্ষ থেকে সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে, যারা দাদার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]