28700

09/13/2025 রাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ

রাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ

রাবি প্রতিনিধি:

১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:১২

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ।

আগামীকাল (রোববার) চূড়ান্ত তালিকার সঙ্গে প্রার্থীদের ভোটার নাম্বারও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রাকসুর কোষাধ্যক্ষ ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. সেতাউর রহমান।

তিনি বলেন, কোন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কার্যালয়ে নির্বাচন অফিসে জমা দিতে পারবেন আজ সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।

এদিকে দুপুর পর্যন্ত মহিলা বিষয়ক সম্পাদক পদ থেকে এক নারী প্রার্থী সুমাইয়া মুস্তারিন মুন তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার রাকসু কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৩২০ জন এবং হল সংসদ নির্বাচনে ৭৫৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় সংসদে বৈধ প্রার্থীদের মধ্যে ছাত্র ২৮৮ জন ও ছাত্রী ৩২ জন।

আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

এদিকে রাকসু নির্বাচনের দিনখন যতই এগিয়ে আসছে, শিক্ষার্থীদের মাঝে বাড়ছে আগ্রহ ও আলোচনা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]