28702

09/13/2025 সাংবাদিক শিবলীর পরিবারের পাশে সাদিক-ফরহাদ, ২ লাখ টাকা অনুদান

সাংবাদিক শিবলীর পরিবারের পাশে সাদিক-ফরহাদ, ২ লাখ টাকা অনুদান

রাজ টাইমস ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করার সময় মারা যাওয়া সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের সাথে দেখা করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ।

গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা যান চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। বড় সন্তান আয়াতের বয়স চার আর ছোট আজমীনের দেড় বছর।

গতকাল শুক্রবার তার পরিবারের সাথে দেখা করার কথা জানিয়ে ডাকসুর জিএস ফরহাদ তার ফেসবুক পোস্টে লেখেন, চার বছরের আয়াত দীর্ঘ আলাপে আমাকে বলেছে যে আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং সুন্দর জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি ও মা ছোট বোন আজমীনের খোঁজ-খবর রাখব, আদর করব।

অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা তাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে বলে জানান তিনি।

ফরহাদ জানান, পরিবারের সাথে প্রাথমিক সাক্ষাতে সাংবাদিকের দুই সন্তানের খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লাখ টাকা দেয়া হয়েছে। পাশাপাশি সবসময় শিবলীর পরিবারের পাশে থাকার অঙ্গীকারও করেছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]