28775

09/20/2025 বাগমারায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী টুটুলের প্রচার মিছিল

বাগমারায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী টুটুলের প্রচার মিছিল

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৯

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪, বাগমারা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাগমারার হাট গাঙ্গোপাড়ায় লিফলেট বিতরণ ও প্রচার মিছিল করেছেন।

শুক্রবার বিকেলে হাট গাঙ্গোপাড়া কারিগরি হাইস্কুল মাঠ থেকে এই লিফলেট বিতরণ ও প্রচার মিছিল শুরু হয়। মিছিলটি হাট গাঙ্গোপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাড়ীগ্রাম তিন মাথার মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল।

পথ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিক, সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাহাদৎ হোসেন, সাবেক যুগ্ন আহ্বায়ক রকিবুল ইসলাম সিদ্দিক, সাবেক যুগ্ন আহবায়ক আলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান টিপু, যুগ্ন আহবায়ক আলী হোসেন, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম শাহীন, যুগ্ন আহবায়ক দুলাল হোসেন, যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন আলম, ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মহব্বত হোসেন, সদস্য সচিব উজ্জল রহমান ও যুগ্ন আহবায়ক নাজমুল হোসেন প্রমূখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]