28778

09/20/2025 সুদানে মসজিদে ড্রোন হামলা, নিহত কমপক্ষে ৭৮

সুদানে মসজিদে ড্রোন হামলা, নিহত কমপক্ষে ৭৮

রাজ টাইমস ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩০

আফ্রিকার দেশ সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৭৮ জন।

গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সংঘাতপূর্ণ দারফুরের এল–ফাশের শহরে এ হামলার ঘটনা ঘটে। বিবিসির খবর।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ফজরের নামাজের সময় ড্রোন আঘাত হানে ওই মসজিদে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনাস্থলেই প্রাণ হারায় বেশিরভাগ। এ ছাড়াও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন। উদ্ধার অভিযান এখনও চলছে।

এ ঘটনায় অভিযোগের তীর দেশটির প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) দিকে। তবে সংগঠনটি এখনও দায় স্বীকার করেনি।

সুদানের দারফুরে দুই বছরের বেশি সময় ধরে চলছে সেনাবাহিনী ও আরএসএফের সংঘাত। অঞ্চলটিতে সেনাবাহিনীর সবশেষ শক্ত ঘাঁটি এল-ফাশের। শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে তারা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]