28779

09/20/2025 ধামইরহাটে র‍্যাবের হাতে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ব্যবসায়ী গ্রেফতার

ধামইরহাটে র‍্যাবের হাতে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ব্যবসায়ী গ্রেফতার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৭

নওগাঁর ধামইরহাটে নিষিদ্ধ ২শত ৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তরিকুুল ইসলাম (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জয়পুরহাট র‍্যাব ক্যাম্প। এর আগে গত শুক্রবার বিকালে উপজেলার আমাইতাড়া বাজার থেকে তাকে মাদকসহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি পাশ্ববর্তী রঘুনাথপুর এলাকার আবদুল মতিনের ছেলে।

র‍্যাব আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি চৌকস আভিযানিক দল উপজেলার আমাইতাড়া বাজারে অভিযান পরিচালনা করেন।

অভিযানে আসামির নিকট থেকে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধামইরহাট থানায় মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]