03/14/2025 ভারতে ১৫ লাখ ছাড়াল করোন রোগী
রাজ টাইমস ডেস্ক
২৯ জুলাই ২০২০ ০৪:২৬
ভারতে করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ লাফিয়ে বাড়ছে। দেশটিতে করোনা শনাক্ত ছাড়িয়ে গেছে ১৫ লাখের গণ্ডি। মারা গেছেন সাড়ে ৩৩ হাজারের বেশি মানুষ।
মঙ্গলবার সন্ধ্যায় দ্য হিন্দুর লাইভ আপডেট অনুযায়ী, ভারতে করোনা শনাক্ত দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৮৮ জনে। এ পর্যন্ত মারা গেছেন ৩৩ হাজার ৬২০ জন।
করোনা আক্রান্তের নিরিখে ভারত এখন বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। তাদের সামনে শুধু যুক্তরাষ্ট্র আর ব্রাজিল। মৃতের হিসাবে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির অবস্থান অবশ্য ষষ্ঠ।
এর আগে সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৪৭ হাজার ৭০৪ জনের। একদিনে মৃত্যু হয়েছে আরও ৬৫৪ জনের।
এই সময় জানায়, দৈনিক সংক্রমণ নিরিখে রেকর্ড করলেও করোনার নমুনা পরীক্ষাও রেকর্ড হারে বেড়েছে। ২৬ জুলাই প্রথম পাঁচ লাখেরও বেশি মানুষের করোনা পরীক্ষা হয়।
ওই দিন সোয়াব পরীক্ষা হয়েছে ৫ লাখ ১৫ হাজার জনের। পরদিন ২৭ জুলাই সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৮ হাজারে।
করোনা শনাক্তের উল্লম্ফনেও আতঙ্কিত নয় কেন্দ্রীয় সরকার। তাদের দাবি, করোনায় মৃত্যুর হার এখনো ভারতেই সবচেয়ে কম- মাত্র ২.২৮ শতাংশ। দেশে সুস্থতার হারও ৬৪ শতাংশ পেরিয়েছে।