28888

10/09/2025 গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল

গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল

রাজ টাইমস ডেস্ক

৯ অক্টোবর ২০২৫ ১৪:১৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা নিয়ে ঘোষিত ২০-দফা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করেছে ইসরাইল ও হামাস। চুক্তিতে পৌঁছানোর খবর সত্ত্বেও ইসরাইলি সেনাবাহিনী গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্থানীয় সাংবাদিকদের সূত্রে আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো গাজা সিটির পশ্চিমাঞ্চলে বোমা হামলা চালিয়েছে। বিমান থেকে ফেলা বোমা আল-শাতি শরণার্থী শিবিরের অন্তত একটি বাড়িতে আঘাত হেনেছে।

ইসরাইলি বাহিনী গাজা শহরের দক্ষিণে সাবরা এলাকায় কিছু বাড়িঘরের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে। তবে হামলা ও বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণার পরও ইসরাইলি বাহিনী বেশ কয়েকটি হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। গাজা সিটিতে ‘একাধিক বিমান হামলা’ও হয়েছে। গাজা সিভিল ডিফেন্সের একজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

এদিকে গাজা সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর জানান,গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেয়ার পর ইসরাইলি বাহিনীর বেশ কয়েকটি হামলার খবর পাওয়া গেছে। গাজা সিটিতেও ‘একাধিক বিমান হামলা’ হয়েছে।

তিনি আরো বলেন, ‘গত রাতে গাজায় প্রস্তাবিত যুদ্ধবিরতি কাঠামোর বিষয়ে একটি চুক্তি ঘোষণার পর থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে, বিশেষ করে উত্তর গাজার বেশকিছু এলাকায়।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]