28894

10/10/2025 হামাস-ইসরাইল সংলাপকে স্বাগত বাংলাদেশের

হামাস-ইসরাইল সংলাপকে স্বাগত বাংলাদেশের

রাজ টাইমস ডেস্ক

৯ অক্টোবর ২০২৫ ১৯:৩৭

গাজায় যুদ্ধের অবসান ঘটাতে হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ঢাকা আশা করছে এই কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ওই অঞ্চলে স্থায়ী শান্তি এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যেকোনো সংঘাত সমাধানের একমাত্র উপায় হলো কূটনীতি ও সংলাপ।’

বিবৃতিতে গাজায় মানবিক সংকট নিরসনে শান্তি প্রক্রিয়াকে সহায়তা করা সব পক্ষের ভূমিকারও প্রশংসা করেছে বাংলাদেশ। সরকার আশাবাদ ব্যক্ত করেছে, চলমান আলোচনার ফলে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে, মানবিক সহায়তা পুনরায় শুরু হবে এবং গাজার মানুষের দুঃসহ ভোগান্তির অবসান ঘটবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ আশা করে, গাজায় চলমান যুদ্ধের অবসানের মধ্য দিয়ে কূটনৈতিক প্রক্রিয়ায় একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবায়নের পথ প্রশস্ত করবে।

ফিলিস্তিনি জনগণের প্রতি অকুণ্ঠ সংহতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ওপর ভিত্তি করে পূর্ব জেরুসালেমকে রাজধানী করে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

এছাড়া বাংলাদেশ গাজায় শান্তিরক্ষা কার্যক্রম ও পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে প্রস্তুত রয়েছে বলে জানিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অব্যাহত প্রতিশ্রুতির কথা তুলে ধরেছে।

সূত্র : বাসস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]